কলকাতা

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গও আগামী দু-এক দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

বিহার থেকে মুর্শিদাবাদের উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেটি ক্রমে দক্ষিণবঙ্গের দিকে সরে আসার ফলে গাঙ্গেয় জেলাগুলোতে আগামী দু-এক দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে রবিবার জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপের ফলে হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া এবং দুই মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিমী বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে।