জেলা

করোনায় মৃত্যুর জেরে খড়্গপুর শহরের দেবলপুর কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষিত

প্রিয়াংকা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ এক করোনা আক্রান্তের মৃত্যুকে কেন্দ্র করে খড়্গপুরের একটি অংশকে কনটেনমেন্ট জোন ঘোষণা করল প্রশাসন । রবিবার থেকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে খড়্গপুর শহরের দেবলপুর এলাকাকে। এই এলাকার এক বছর পঁয়তাল্লিশের প্রতিবন্ধী ব্যক্তি গত বুধবার শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে মেদিনীপুরের লেভেল ২ করোনা হাসপাতালে ভর্তি হন। শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। শনিবার তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। এই ব্যক্তির কোনো বাইরে যাওয়ার রেকর্ড নেই বলেই জানা গেছে পরিবার সূত্রে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশ চন্দ্র বেরা জানিয়েছেন, খড়্গপুর শহরের ৫নং ওয়ার্ডের দেবলপুর ও ভবানীপুর আগামী ১২জুন পর্যন্ত কনটেনমেন্ট জোন থাকবে। রেলশহরের ৩২নং ওয়ার্ডটিও ৫জুন পর্যন্ত কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।