দেশ

মহারাষ্ট্র উপকূলে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিসর্গ

প্রবল বেগে মহারাষ্ট্রে উপকূলে আজ দুপুর ১টানা নাগাদ আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিসর্গ। মহারাষ্ট্র ছাড়াও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে গুজরাতেও। আছড়ে পড়ল ঘূর্ণিঝড়। মুম্বইয়ের কাছে আলিবাগে ল্যান্ডফল শুরু হয়েছে নিসর্গের। তারপর তা মুম্বইয়ের উপর দিয়ে বয়ে যাবে। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার বলে জানিয়েছে মৌসম ভবন। এই ঘূর্ণিঝড়ের প্রভাব মহারাষ্ট্র ও গুজরাত এই দুই রাজ্য এবং দমন-দিউ ও দাদরা-নগর হাভেলি এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলের উপর পড়বে বলে জানা গিয়েছে।মহারাষ্ট্রে ইতিমধ্যেই এই সাইক্লোনের বিপর্যয় এড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, এই সময় কেউ যেন বাড়ির বাইরে না থাকেন। শহরবাসীর জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে।