দেশ

আগামীকাল উপচ্ছায়া চন্দ্রগ্রহণ

আগামীকাল অর্থাৎ ৫ জুন উপচ্ছায়া চন্দ্র গ্রহণ দেখা যাবে। ভারতীয় সময় অনুযায়ী রাত ১১ টা ১৫ মিনিটে শুরু হবে এই গ্রহণ। রাত ১২টা ৩০ মিনিট নাগাদ চাঁদের ওপর গ্রহণের প্রভাব পড়বে বেশিমাত্রায় । এই চন্দ্রগ্রহণ দেখা যাবে এশিয়ার বেশিরভাগ দেশ, ইউরোপ ও আফ্রিকা থেকে। শেষ হবে ৬ জুন শনিবার রাত ২ টো বেজে ৩৪ মিনিট পর্যন্ত। চন্দ্রগ্রহণ তিন ধরণের হয়ে থাকে। পূর্নগ্রাস চন্দ্রগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ এবং উপচ্ছায়া চন্দ্রগ্রহণ।  সূর্য, পৃথিবী এবং চাঁদ অসম্পূর্ণভাবে একত্রিত হয় তখন এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ ঘটে। এই ক্ষেত্রে, পৃথিবী সূর্যের আলোকে কিছুটা ছায়ার বাইরের অংশের সঙ্গে সরাসরি চাঁদে পৌঁছতে বাধা দেয়, এটি পেনুমব্রা একলিপ্স নামেও পরিচিত। যেহেতু উপচ্ছায়া পৃথিবীর ছায়ার অন্ধকারের চেয়ে অনেক বেশি ম্লান, তাই এটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ।