দেশ

দিল্লির এইমসে করোনা আক্রান্ত ৪৭৯ জন স্বাস্থ্যকর্মী, সুরক্ষার দাবিতে বিক্ষোভ !

নয়াদিল্লির এইমস হাসপাতালের ৪৭৯ জন স্বাস্থ্যকর্মীর করোনা রিপোর্ট পজিটিভ এলো।। আবারও স্পষ্ট হল স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থার ছবি। কোভিড চিকিৎসা করতে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই সংক্রামিত হয়ে পড়ছেন। আগেও ভুরি ভুরি ঘটনা সামনে এসেছে। এবার উদ্বেগ বাড়িয়ে এইমস হাসপাতালের ৪৭ জন নার্স, ৮৬ হাসপাতালের কর্মচারী, ৬২ স্যানিটাইজসনের কাজের সঙ্গে যুক্ত মানুষ ও ৭৭ নিরাপত্তারক্ষী মিলিয়ে মোট ৪৭৯ জনের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এল। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই কোভিড চিকিৎসায় বড় ভূমিকা পালন করেছে এইমস। সেখানে একসঙ্গে এত কর্মী ও চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় পরিস্থিতি যে ক্রমশ জটিল হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। এই ঘটনায় এইমসের মতো হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো ও সুরক্ষা ব্যবস্থা ঘিরে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। এদিন হাসপাতালের ডিরেক্টরের ঘরের বাইরে জমা হয়ে বিক্ষোভ দেখান নার্স ইউনিয়নের সদস্যরা। আরও বেশি সুরক্ষার দাবি জানান তাঁরা। স্বাস্থ্যকর্মীদের নিজেদের স্বাস্থ্যই যদি বিপদের মুখে পড়ে তবে কোভিডের চিকিৎসা হওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে দেশ জুড়ে। ইউনিয়নের সভাপতি হরিশ কাজলা জানান, ‘‌আমরা এই কঠিন পরিস্থিতিতে বিক্ষোভের পক্ষপাতি নই, কিন্তু আমাদের দাবি পূরণ করতে ব্যর্থ হচ্ছে হাসপাতাল প্রশাসন। এর ফলে জীবন বিপন্ন হচ্ছে স্বাস্থ্যকর্মীদেরই।’‌ ছুটি, সুরক্ষা ইত্যাদির দাবিতে জুনের ১৫ তারিখ অবধি এই বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে।