জেলা

আজ থেকে খুলছে হাওড়া পুরনিগম

হাওড়া: রাজ্যে লকডাউন পরিস্থিতি ক্রমশ শিথিল হচ্ছে। আজ থেকে খুলছে হাওড়া পুরনিগম। প্রাথমিকভাবে ৭০শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু হবে। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে কাজ হবে বলে পুরনিগম থেকে জানানো হয়েছে। যে সব বিভাগের বা কাউন্টারের বাইরে সাধারণ মানুষকে লাইন করে দাঁড়াতে হয় সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য রবিবারই মার্কিং করে ফেলা হয়েছে। প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করার ব্যবস্থা করা হয়েছে। করোনা মোকাবিলায় লকডাউনের পর এতদিন বন্ধ ছিল হাওড়া পুরনিগম।
পুরনিগমের যে সব দফতরে বেশি মানুষ আসার সম্ভাবনা রয়েছে সেই সব দফতর আলাদা ভাবে স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এই সব দফতরে যাঁরা কোনও কাজে আসবেন তাঁদের প্লাস্টিকের বাইরে দাঁড়িয়ে কথা বলতে হবে। আগামী ১০ জুন খুলছে হাওড়া আদালতও। হাওড়ার দেওয়ানি ও ফৌজদারি – দুই আদালতেই কাজ শুরু হবে একই দিনে।