কলকাতাঃ আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে ঢুকবে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের সীমানার কাছাকাছি রয়েছে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ুর অবস্থান। বাংলায় বর্ষার প্রবেশ এখন শুধুই সময়ের অপেক্ষা। আজ সারাদিনই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ একাধিক জেলা বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। সকাল থেকেই মেঘলা আকাশের পাশাপাশি এর মধ্যেই বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। তবে বৃষ্টি হলেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে গুমোট-অস্বস্তি ভাব থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও বৃষ্টি হলে আবহাওয়া কিছুটা ঠান্ডা হবে। তবে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১৫.২ মিলিমিটার ।