কলকাতা

বন্ধ করে দেওয়া হল কলকাতা বিমানবন্দরের কোয়ারেন্টাইন সেন্টারটি

কলকাতাঃ কলকাতা বিমানবন্দরের কোয়ারেন্টাইন সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে। বিদেশ থেকে আসা বিমান যাত্রীদের জন্য কলকাতা বিমানবন্দরের তৈরি হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টার। বিমান যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকার কেন্দ্রের নিয়মাবলীর পরিবর্তনের ফলেই বন্ধ করে দেওয়া হল বিমানবন্দরের ওই কোয়ারেন্টাইন সেন্টার। সম্প্রতি কেন্দ্রের একটি নির্দেশিকায় বলা হয়েছে যে, বিদেশ ফেরতদের প্রথম ৭দিন নিজের খরচে হোটেলে থাকতে হবে। তারপরও যদি উপসর্গ না থাকে সেক্ষেত্রে তাকে আরও ৭দিন থাকবে হবে হোম কোয়ারেন্টাইনে। কেন্দ্রের এই নির্দেশিকার ফলে কাউকেই বিমানবন্দরে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হচ্ছিল না। তাই বিমানবন্দরের কোয়ারেন্টাইন সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে।