দেশ

ভারত-চিন সীমান্তে গুলির লড়াই, এক অফিসার সহ ৩ জন ভারতীয় সেনা শহিদ

প্রায় ৪৫ বছর পর এই প্রথমবার ভারত-চিন সীমান্তে ঝরল প্রাণ। লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে গত রাতে দুপক্ষেই বেশ কয়েকজন সেনা শহিদ হয়েছে বলে ভারত আজ জানিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি টুইট করেছে, বেজিং অভিযোগ করেছে যে ভারত সীমান্ত অতিক্রম করে চীনা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ চালিয়েছে। ভারতীয় সেনা জানিয়েছে, গত রাতে গালওয়ান ভ্যালিতে যখন ‘ডি-এসক্যালেশন’ বা উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলছিল তখনই দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে এবং তাতে দুপক্ষেই বেশ কয়েকজন হতাহত হন। ভারতের দিকে ৩জন শহিদ হবার খবর জানানো হলেও কতজন চিনা সৈন্য মারা গেছেন সে ব্যাপারে ভারতীয় সেনা কোনও মন্তব্য করেননি।