জলপাইগুড়িঃ দার্জিলিং বিধানসভা আসনের উপনির্বাচনের আগে গুরুত্বপূর্ণ রায় দিল আদালত। উপনির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতীক ব্যবহার করতে পারবে না বিমল গুরুং বা বিনয় তামাং গোষ্ঠী। নির্বাচন কমিশনের এক আবেদনের ভিত্তিতে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। পাশাপাশি গোর্খা জনমুক্তি মোর্চার নামে প্রার্থী দিতে পারবে না কোনও গোষ্ঠী। তবে নির্দল হিসেবে প্রার্থী দাঁড় করাতে পারবে। নির্বাচন কমিশনের দেওয়া প্রতীকই তাদের ব্যবহার করতে হবে। নির্দল প্রার্থীরা কে কোন গোষ্ঠীর তা অবশ্য উল্লেখ করা যাবে ও প্রচার করা যাবে। মোর্চার দাবিদার হবে কোন গোষ্ঠী তা ঠিক করতেই আদালতে গিয়েছে নির্বাচন কমিশন। সেই মামলাতেই রায় দিল আদালত।