কলকাতা: সঙ্কটে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । শনিবারের পর রবিবারও খবর এল করোনায় আক্রান্ত আরেক অ্যাসিস্ট্যান্ট সুপার। পরপর দু’জন অ্যাসিস্ট্যান্ট সুপার করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে হাসপাতালের প্রশাসনিক ভবনের অধিকাংশ আধিকারিককে কোয়ারেন্টাইনে যেতে হতে পারার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে সব মিলিয় রবিবার থেকে কলকাতা মেডিক্যাল কলেজের প্রশাসনিক কর্তাদের অনেকেই অনুপস্থিত।
তবে কলেজ কর্তৃপক্ষ কোনও কিছু স্পষ্ট জানাতে চাননি। কিছু জানায়নি স্বাস্থ্য ভবনও। হাসপাতাল সূত্রের খবর, সম্প্রতি উত্তরবঙ্গ থেকে বদলি হয়ে আসা এক অ্যাসিস্ট্যান্ট সুপার কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন।আরও এক অ্যাসিস্ট্যান্ট সুপারের জ্বর হয় তার পরেই। তারা যে ঘরে বসে কাজ করেন, সেখানে অন্যান্য আরও অনেকেই বসেন। পাশের ঘরেই রয়েছে খোদ হাসপাতাল সুপারের অফিস। কলকাতা মেডিক্যাল কলেজের ডেভিড ব্লকের গ্রাউন্ড ফ্লোরে এই প্রশাসনিক কাজকর্ম চলে। সব মিলিয়ে এখন এই গোটা গ্রাউন্ড ফ্লোরই তাই প্রায় ফাঁকা হয়ে গেছে রবিবার থেকে।