লাদেনকে ট্র্যাক করেছিল তার ‘পূর্বপুরুষ’। এবার তারই উত্তরসূরীকে নিয়ে আসা হল বাংলায়। ২টি বেলজিয়ান মেলিনয় প্রজাতির কুকুর আনা হল রাজ্যে। দক্ষিণ ২৪ পরগনার সাউথ ডিভিশন ও গরুমারা জঙ্গলে চোরা শিকার এবং কাঠ চুরি আটকাতে প্রশিক্ষিত কুকুরকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বনদফতর। গোয়ালিয়র থেকে ৪টি প্রশিক্ষিত কুকুর নিয়ে আসা হয়েছে। সেখানে নয় মাসের ট্রেনিং হয়। তার সঙ্গে চার জন স্টাফকেও পাঠানো হয়। তাদেরও ট্রেনিং হয়। প্রত্যেকটি কুকুরের সঙ্গে দুজন করে স্টাফ থাকবে। ২০ তারিখ ট্রেনিং শেষ হয়। আর সোমবার সকালে সল্টলেকের ডিয়ার পার্কে নিয়ে আসা হয় এই দুটি কুকুরকে। সেখানে কিছুক্ষণ বিশ্রামে থাকার পর দুপুরের দিকে এই দুটি কুকুরকে তাদের গন্তব্যের উদ্যেশে নিয়ে যাওয়া হয়। একটি কুকুরের নাম ওরলান্ডো (কালো কুকুর), এটি গরুমারা যাবে। অন্যটির নাম সায়ানা ( হলুদ কুকুর), এটি যাবে সাউথ ডিভিশন এ। আরও দুটি কুকুর ভোপাল থেকে পাঁচ দিন পর আনা হবে। সেগুলিকে উত্তরবঙ্গে পাঠানো হবে।


