দেশ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৭৩ হাজার ১০৫, মৃত ১৪ হাজার ৮৯৪, সুস্থ ২ লক্ষ ৭১ হাজার ৬৯৭

একদিনে ফের রেকর্ড সংখ্যক আক্রান্ত দেশে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হলেন ১৬,৯২২ জন। ওই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন ৪১৮ জন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশে মোট কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,৭৩,১০৫ জন। প্রাণ হারিয়েছেন মোট ১৪,৮৯৪ জন। এখন দেশে চিকিৎসাধীন রয়েছেন ১,৮৬,৫১৪ জন কোভিড রোগী। তবে স্বস্তির খবর এই যে, ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ২,৭১,৬৯৭ জন রোগী।