দেশ

আগামী ১২ অগস্ট পর্যন্ত সমস্ত রকম রেল পরিষেবা বন্ধ থাকবে, চলবে শুধু বিশেষ ট্রেন, সিদ্ধান্ত ভারতীয় রেলের

আগামী ১২ অগস্ট পর্যন্ত সমস্ত রকম পরিষেবা বন্ধ রাখারই সিদ্ধান্ত ভারতীয় রেলের। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, আপাতত করোনা উদ্বেগের কথা ভেবে লোকাল, প্যাসেঞ্জার ও মেট্রো রেল পরিষেবা বন্ধই রাখা হচ্ছে। ৩০ জুন পর্যন্ত নিত্যদিনের রেল পরিষেবা বন্ধের কথা আগেই ঘোষণা করেছিল ভারতীয় রেল। বৃহস্পতিবার নতুন সিদ্ধান্ত নিল রেলবোর্ড। তাতে স্পষ্ট করে বলা হয়েছে, ১২ অগস্ট পর্যন্ত দেশের কোথাও লোকাল, প্যাসেঞ্জার বা এক্সপ্রেস ট্রেন চলবে না। তবে যে বিশেষ ট্রেন চালানো হচ্ছে তা চালানো হবে। যেহেতু ৩০ জুন পর্যন্ত ট্রেন বন্ধের ঘোষণা ছিল সেহেতু জুলাইয়ের পয়লা তারিখ থেকে বিভিন্ন ট্রেনের বুকিং শুরু হয়েছিল। কিন্তু এদিন রেলবোর্ড নির্দেশিকায় জানিয়ে দিয়েছে, ১ জুলাই থেকে ১২ অগস্ট পর্যন্ত সমস্ত টিকিট বাতিল করা হবে এবং যাত্রীদের অ্যাকাউন্টে সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে।তবে এর মধ্যেও পরিযায়ী শ্রমিকদের ফেরানো থেকে শুরু করে বিশেষ কিছু রুটে স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। রেলবোর্ড জানিয়েছে সেই সংখ্যাটা ২৩০। সেই বিশেষ ট্রেন যেমন চলছিল তেমন চলবে বলে জানিয়েছে রেলবোর্ড।