দেশ

আগামী ১ অগস্টের মধ্যে সরকারি বাংলো ছাড়তে হবে, কেন্দ্রের নির্দেশ প্রিয়াঙ্কাকে

আগামী ১ অগস্টের মধ্যে সরকারি বাংলা খালি করে দিতে হবে প্রিয়াঙ্ক গান্ধী ভদ্রকে। নির্দেশ পাঠাল কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রক। বুধবার মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, এদিন অর্থাত্‍ ১ জুলাই থেকে তাঁর জন্য সরকারি বাংলোর বরাদ্দ বাতিল করা হল। ১ অগস্টের মধ্যে সেই বাংলো না ছাড়লে তাঁকে পেনাল্টি গুনতে হবে। দিল্লির উচ্চ সুরক্ষিত এলাকা, লোধি এস্টেটের ৩৫ নম্বর সরকারি বাংলোয় থাকেন সোনিয়া-কন্যা। সেই বাংলোই এবার কেড়ে নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসপিজি সুরক্ষা তুলে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিচ্ছে প্রিয়াঙ্কাকে। এই ধরনের নিরাপত্তার আওতায় সরকারি বাংলো দেওয়ার নিয়ম নেই। যাঁদের এসপিজি সুরক্ষা দেওয়া হয়, তাঁদেরই সরকারি বাংলো বরাদ্দ করা হয়। গত নভেম্বরেই প্রিয়াঙ্কা গান্ধী, মা তথা কংগ্রেস সভানেত্রী সোনিয়া, দাদা রাহুলের এসপিজি সুরক্ষা বাতিল করেছে অমিত শাহর মন্ত্রক।