জেলা

কয়লাখনির বেসরকারিকরণের প্রতিবাদে ধর্মঘট

পশ্চিম বর্ধমান: কয়লাখনির বেসরকারিকরণের প্রতিবাদে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও ফেডারেশনগুলির ডাকে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনের খনি ধর্মঘট। এদিন সকাল থেকেই পশ্চিম বর্ধমান জেলার খনিগুলিতে সর্বাত্মক ধর্মঘটের ছবি দেখা গিয়েছে। আসানসোল, কুলটি, সালানপুর-সহ বাংলার খনি অঞ্চলের সর্বত্রই দেখা গিয়েছে ধর্মঘটের ছবি। দু’একটি খনিতে হাতে গোনা শ্রমিক কাজে যোগ দিয়েছেন। অধিকাংশ খনিতে স্তব্ধ হয়ে গিয়েছে উত্‍পাদন। সিআইটিউ, এআইটিইউসি ছাড়াও এই ধর্মঘটে যোগ দিয়েছে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউসি। তাত্‍পর্যপূর্ণ হল আরএসএস-এর শ্রমিক শাখা ভারতীয় মজদুর সঙ্ঘও এই ধর্মঘটে সামিল হয়েছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির জয়েন্ট অ্যাকশন কমিটির ডাকে সারা দেশে ৭২ ঘণ্টার ধর্মঘট ডাকা হয়।