আগামী ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল অসামরিক বিমানমন্ত্রক। আজ মন্ত্রকের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে ১৫ জুলাই পর্যন্ত এই পরিষেবা বন্ধ ছিল। অন্তর্দেশীয় বিমান পরিষেবার ক্ষেত্রে অবশ্য ছাড় বেশ কিছুটা বাড়িয়েছে বিমানমন্ত্রক। এর আগে অন্তর্দেশীয় বিমানে ৩৩ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত হত। সেটা বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়েছে। বৃহস্পতিবার এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অরবিন্দ সিং জানিয়েছেন, ভারত এই মুহূর্তে আমেরিকা ও কানাডার সঙ্গে কথা চালাচ্ছে। এছাড়া ইউরোপ ও গালফ এলাকার একাধিক দেশের সঙ্গে কথা চলছে। সবাই মিলে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালানোর বিষয়ে কথা চলছে। অরবিন্দ সিং জানিয়েছেন, ‘আমরা আশা করছি আমেরিকা, কানাডা ও গালফ এলাকার দেশগুলির সঙ্গে কথাবার্তার মাধ্যমে কিছু একটা ইতিবাচক সমাধান হবে। তারপরেই এই দেশগুলির মধ্যে বিমান পরিষেবা শুরু করা যেতে পারে।’