গুলিবিদ্ধ তৃণমূলের মহিলা কাউন্সিলর । প্রাথমিকভাবে জানা গেছে, উত্তর ব্যারাকপুরের ওই মহিলা তৃণমূল কাউন্সিলরের পায়ে গুলি লেগেছে ৷ সঙ্গে সঙ্গে তাঁকে প্রথমে বি এন বসু হাসপাতাল এবং সেখান থেকে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন দু’নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলার। সেই সময় দুষ্কৃতীরা বাইকে করে এসে তাঁকে গুলি করে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।