দেশ

করোনা সন্দেহে দিল্লির এইমস-এর চার তলা থেকে ঝাঁপ

করোনা সংক্রমণ ভয়ে এইমস-এর চারতলা থেকে ঝাঁপ দেন বছর ৩৪-এর এক সাংবাদিক। । গুরুতর আহত হন তিনি। ভর্তি করা হয় ICU-তে। এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই চূড়ান্ত আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন ওই সাংবাদিক। তারপর থেকে ডিপ্রেসিং মেসেজ পাঠাতে থাকেন সহকর্মী ও বন্ধুদের। তাঁরা সকলেই বুঝতে পারেন যে খুবই চরম মানসিক অবসাদে ভুগতে শুরু করেছেন তিনি।