কলকাতা

এবার স্বাস্থ্যভবনে করোনার হানা, আক্রান্ত ২০

কলকাতাঃ এবার স্বাস্থ্যভবনে করোনার হানা। সূত্রের খবর, স্বাস্থ্যভবনে ২০ জন আক্রান্তের হদিস পাওয়া গেছে । আক্রান্তদের মধ‍্যে ১৪ জন করোনা নিয়ন্ত্রণের জন্য সেলে ডিউটি করেন বলে জানা গেছে । এই ১৪ জনের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন ৷ বাকি আক্রান্তরা স্বাস্থ্যভবনের অন্য বিভাগে ডিউটি করেন । সেল- ১-এর ১৩ জন এবং সেল-২-এর একজন কোরোনায় আক্রান্ত হয়েছেন । মঙ্গলবার এই ১৪ জনের আক্রান্ত হওয়ার খবর জানা গেছে। সূত্রের খবর, গতকাল অর্থাৎ সোমবার এই ১৪ জনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে । প্রতিটি সেলে ১৫ জন করে ডিউটি করেন । এই ১৫ জনের মধ্যে চারজন করে চিকিৎসক রয়েছেন । সেল-২-এর যে একজন আক্রান্ত হয়েছেন তিনি চিকিৎসক বলে জানা গিয়েছে।