কলকাতাঃ পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার প্রায় সাড়ে তিন মাস পর প্রকাশিত হল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল । উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাসে এই বছর পাশের হার সর্বোচ্চ । পরীক্ষা সম্পূর্ণ না হওয়ায় প্রকাশ করা হয়নি মেধাতালিকা । তবে, এই বছর সর্বোচ্চ প্রাপ্ত নম্বর উঠেছে ৫০০-র মধ্যে ৪৯৯ । শতাংশের বিচারে ৯৯.৮ শতাংশ । রেকর্ড গড়েছে ৬০ শতাংশ বা তার উপরে নম্বর পাওয়ার হারও । মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রায় ৫০ শতাংশ পরীক্ষার্থী ৬০ শতাংশ বা তার উপরে নম্বর পেয়েছেন। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত হয়েছিল মোট ৭ লক্ষ ৭৫ হাজার ৩৬৪ জন পরীক্ষার্থীর । তাঁদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩ জন । এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল । ছাত্রদের তুলনায় ৬৩ হাজার ১৬৪ জন ছাত্রী বেশি ছিল। তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়া সরকারি নানা প্রকল্পের সুফল বলেই দাবি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসের। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীদের মধ্যে সফল হয়েছেন ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ জন পরীক্ষার্থী । মোট পাশের হার ৯০.১৩ শতাংশ । যা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাসে সর্বকালীন রেকর্ড বলে জানাচ্ছেন সভাপতি । ২০১৯ সালে মোট পাশের হার ছিল ৮৬.২৯ শতাংশ । ছাত্রদের পাশের হার ৯০.৪৪ শতাংশ। ছাত্রীদের পাশের হারও ৯০ শতাংশের বেশি । সংখ্যালঘুদের পাশের হার ৮৫.৭৬ শতাংশ। তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায় পাশের হার ৮৭.৪০ শতাংশ । মাধ্যমিকের ফলাফলে কলকাতার কলঙ্ক কিছুটা হলেও মিটেছে উচ্চমাধ্যমিকে । চলতি বছর মোট ১১টি জেলায় পাশের হার ৯০ শতাংশ বা তার বেশি হয়েছে । ১১টি জেলার মধ্যে প্রথমেই রয়েছে কলকাতা । তারপরে যথাক্রমে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া ও মুর্শিদাবাদ রয়েছে । এই বছর বিজ্ঞান বিভাগে মোট পাশের হার ৯৮.৮৩ শতাংশ। বাণিজ্য ও কলা বিভাগের পাশের হার যথাক্রমে ৯২.২২ শতাংশ ও ৮৮.৭৪ শতাংশ । ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন মোট ৩ লক্ষ ২২ হাজার ৫৬ জন পরীক্ষার্থী । যা আগের বছরের থেকে ৫৮ হাজার ৯০৭ জন বেশি । ‘O’ গ্রেড অর্থাৎ ৯০ থেকে ১০০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছেন মোট ৩০ হাজার ২০২ জন । ২০১৯ সালে ‘O’ গ্রেড পেয়েছিলেন ৭ হাজার ৮১৮ জন । এ+ গ্রেট অর্থাৎ ৮০ থেকে ৯০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছেন ৮৪ হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী। গত বছর এই গ্রেড পেয়েছিলেন ৪৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী। সব মিলিয়ে এই বছর পরীক্ষার্থীরা অভূতপূর্ব সাফল্য পেয়েছে বলে জানান মহুয়া দাস। তিনি বলেন, “এবারের ফলাফলে আশা করি ছাত্র-ছাত্রীদের মুখে হাসি ফুটবে এবং যাঁরা সফল হয়েছেন তাঁদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ।” তবে, আজ ফল প্রকাশের দিনই মার্কশিট ও সার্টিফিকেটের হার্ডকপি হাতে পাননি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। মহুয়া দাস এদিন বলেন, “আজ ফল প্রকাশ করা হচ্ছে ওয়েবসাইটে । প্রতিটি পরীক্ষার্থীর প্রতিটি বিষয়ের নম্বর সহ সম্পূর্ণ ফল পাওয়া যাবে । তাঁরা ডাউনলোড করে রেজাল্টের প্রিন্ট আউট সংগ্রহ করে নিতে পারবেন । লকডাউনের কথা বিবেচনা করে এবং রাজ্যের বেশকিছু বিতরণ কেন্দ্র ইতিমধ্যে কনটেনমেন্ট জ়োনের অন্তর্গত হওয়ায় আগামী ৩১ জুলাই বেলা দুটো থেকে সংসদের নির্দিষ্ট ৫২টি বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ করা হবে । বিদ্যালয়ের প্রতিনিধি স্বাস্থ্যবিধি মেনে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করবেন ।”