জেলা

বীরভূমে অজানা রোগে মৃত ৩ শিশু, অসুস্থ আরও ৬

বীরভূমে অজানা রোগে পরপর তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর কারণ এখনও সঠিক ভাবে জানা যায়নি। তবে এদের উপসর্গ একই রকম ছিল। এমনিতেই প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। যে সব জেলায় সংক্রমণের প্রভাব বেশি তার মধ্যে অন্যতম বীরভূম। ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের এই জেলায়। এর মধ্যে বীরভূমের মাড়গ্রামে এই তিন শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুশচিন্তায় রয়েছেন অভিভাবকরা। জানা গিয়েছে, আজ সকালে বীরভূম জেলার রামপুরহাট ২ নম্বর ব্লকের মাড়গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এঁটেলপাড়ায় অসুস্থ হয়ে পড়েছে এক শিশু। খবর পেয়ে আজ রবিবার ওই গ্রামে সরেজমিনে যান বিডিও, বিএমও এইচ, পঞ্চায়েত প্রধান-সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। শিশুর পরিবারের লোক জানিয়েছেন, বাচ্চাটির তেমন কোনও উপসর্গ নেই। শুধুমাত্র পেট ব্যথা এবং ৫-৬ বার বমি হওয়ার পর শিশুটি নিষ্ক্রিয় হয়ে পড়ছে। অন্যদিকে গতকাল রাতে সাহিল শেখ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে। তারও এমনই লক্ষণ ছিল বলে জানা গিয়েছে। এই একই উপসর্গে এখনও পর্যন্ত আরও ৬ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তবে তারা গ্রামে নিজেদের বাড়িতে রয়েছে। এবং বাকিদের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছে বলে খবর।