দেশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দিল্লি, জলে ডুবে মৃত চালক

নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক এলাকা। বিশেষ করে নিচু জায়গাগুলি জলের তলায় থাকায় শহরে যান চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হতে পারে, এমনই আশঙ্কা। বরাখাম্বা এলাকার মিন্টো ব্রিজের তলায় জলে ডুবে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। ব্রিজের তলায় ওই ব্যক্তির দেহ ভেসে উঠতে দেখা যায়। ছোট একটি গাড়ির চালক ছিলেন তিনি। নাম কুন্দন। নয়াদিল্লির রেলস্টেশন থেকে গাড়ি নিয়ে যাওয়ার সময় ঘটে বিপত্তি। এতটা জল ছিল যে, তার গাড়ি পুরো ডুবে যায়। এবং তিনি নিজেও সাঁতরে সেই জমা জল থেকে বাইরে আসতে পারেননি।