এবার বাতিল মাস্ক ও গ্লাভস নষ্ট করার নয়া গাইডলাইন জারি করার কথা জানালো কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। জানানো হয়েছে, নষ্ট করার আগে অন্তত ৭২ ঘণ্টা অর্থাত্ তিনদিন বাতিল গ্লাভস ও মাস্ককে কাগজের ব্যাগের মধ্যে রাখতে হবে। তারপর তা নষ্ট করতে হবে। আক্রান্ত অথবা আক্রান্ত নয়, এমন দুই ব্যবহারকারীদের ক্ষেত্রেই মানতে হবে এই নিয়ম। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তরফে মল ও অফিসগুলিকেও এই নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানকার কর্মীদের ব্যবহৃত মাস্ক, গ্লাভস ও পিপিই কিট নষ্ট করার আগেও এই নিয়ম মানতে হবে। জানানো হয়েছে, ‘বাণিজ্যিক এলাকা, শপিং মল, অফিস, ইন্সটিটিউশন প্রভৃতি জায়গায় সাধারণ মানুষ যেসব পিপিই কিট ফেলে দেয়, সেগুলিকে একটি আলাদা জায়গায় ৩ দিন রাখতে হবে। তারপরে তা নষ্ট করতে হবে।’