অন্ধ্রপ্রদেশে মদের বদলে স্যানিটাইজার খেয়ে মৃত্যু হল ৯ জনের। অদ্ভুত ও চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রের প্রকাশমে। জেলার ডেপুটি সুপার জানিয়েছে, মৃতদের মধ্যে তিনজন ভিখারি, তিনজন রিকশচালক ও তিনজন মুটেমজদুর। গত রাতে মদের বদলে স্যানিটাইজার খেয়ে ফেলেন তাঁরা। আটজন প্রাণ হারান ঘুমের মধ্যেই। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁরও মৃত্যু হয়।