কলকাতাঃ এবার স্বাস্থ্য ভবন ও কলকাতা পুরসভায় যোগাযোগ করে নিশ্চিত ভাবে অ্যাম্বুলেন্স পাওয়া যাবে। কলকাতা কর্পোরেশন , স্বাস্থ্য ভবন ও আই এম-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর কলকাতা পুরসভায় এ কথা জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন অ্যাম্বুলেন্স নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল। সেই কারণেই জরুরি বৈঠকে বসেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আরও সহজলভ্য হবে অ্যাম্বুলেন্স পরিষেবা, বলে আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র সচিব। স্বরাষ্ট্র সচিব এও জানান, অ্যাম্বুলেন্স কোথায় যাচ্ছে তা নিয়ন্ত্রিত করতে জিপিএস সিস্টেম লাগানো হচ্ছে। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের ১১০টি অ্যাম্বুলেন্স এবং কলকাতা পুরসভার ৩০টিরও বেশি অ্যাম্বুলেন্স কাজ করছে।