বিজেপিতে ভাঙন অব্যাহত। এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পাঁচশত কর্মী। চন্দননগরের ভদ্রেশ্বর ষষ্ঠীতলা আপনজন লজে আয়োজিত এক অনুষ্ঠানে এসে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদান করেছেন বিজেপির যুব-মোর্চার সহ-সভাপতি ওম সাহা। এছাড়াও তৃণমূলে যোগ দেন বিজেপি নেতা রাখাল চক্রবর্তী, ধর্মেন্দ্র সিং, আশিস সাউ, মনোজ দাস-সহ প্রায় ৫০০ জন বিজেপি কর্মী-সমর্থক। এদিন তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। ছিলেন ভদ্রেশ্বর পুরসভার প্রশাসক প্রলয় চক্রবর্তী ও প্রশাসক মণ্ডলীর সদস্য প্রকাশ গোস্বামী, চন্দননগর পুর নিগমের প্রাক্তন মেয়র রাম চক্রবর্তী, চন্দননগর পুর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য মুন্না আগারওয়াল, অনিমেষ ব্যানার্জি প্রমুখ।