জেলা

লকেটের গড়ে বড় ভাঙন, প্রায় ৫০০ জন বিজেপি নেতা ও কর্মীরা যোগদান করলো তৃণমূলে

বিজেপিতে ভাঙন অব্যাহত। এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পাঁচশত কর্মী। চন্দননগরের ভদ্রেশ্বর ষষ্ঠীতলা আপনজন লজে আয়োজিত এক অনুষ্ঠানে এসে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদান করেছেন বিজেপির যুব-মোর্চার সহ-সভাপতি ওম সাহা। এছাড়াও তৃণমূলে যোগ দেন বিজেপি নেতা রাখাল চক্রবর্তী, ধর্মেন্দ্র সিং, আশিস সাউ, মনোজ দাস-সহ প্রায় ৫০০ জন বিজেপি কর্মী-সমর্থক। এদিন তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। ছিলেন ভদ্রেশ্বর পুরসভার প্রশাসক প্রলয় চক্রবর্তী ও প্রশাসক মণ্ডলীর সদস্য প্রকাশ গোস্বামী, চন্দননগর পুর নিগমের প্রাক্তন মেয়র রাম চক্রবর্তী, চন্দননগর পুর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য মুন্না আগারওয়াল, অনিমেষ ব্যানার্জি প্রমুখ।