তেলঙ্গানার শ্রীশৈলমে জলবিদ্যুত্ উত্পাদন কেন্দ্রে বিধ্বংসী আগুন। সকাল সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে বলে খবর। সেসময় বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রে ২৫ জন কর্মী কাজ করছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। আরও ৯ জন আটকে রয়েছেন কারখানার ভিতরে। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দমকলকর্মীরা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ৪ নম্বর ইউনিটে বিস্ফোরণ ঘটার পরেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্য চেয়েছে তেলঙ্গানা সরকার।কৃষ্ণা নদীর উপরে তৈরি হয়েছে এই জলবিদ্যুত্ প্রকল্পটি। রাজ্যের সবচেয়ে বড় বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র এটি। প্রায় ১৫০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হয় এই কেন্দ্র থেকে। কর্মীরা জানিয়েছেন ৪ নম্বর টানেসে প্রথম আগুন দেখা গিয়েছে। তার পরেই সেটা ছড়িয়ে পড়তে শুরু করে।এক সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেকেই নিকটবর্তী হাসপাতালে চিকিত্সাধীন। শেষ পাওয়া খবরে অনুযায়ী, বাকিদের উদ্ধার করা সম্ভব হয়নি এখনো।