করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন কলকাতা পুলিসের আরও এক শীর্ষকর্তা। গতকাল রাত ৩টে নাগাদ মৃত্যু হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার (সেন্ট্রাল) পদে কর্মরত উদয় বন্দ্যোপাধ্যায়। করোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শহরের একটি বেসরকারি কোভিড হাসপালে ভর্তি ছিলেন তিনি। রাখা হয়েছিল ভেন্টিলেশনে।এখনও পর্যন্ত কলকাতা পুলিশে কোরোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৫০০ । তাঁদের মধ্যে অবশ্য বেশিরভাগ পুলিশকর্মীই সুস্থ হয়েছেন । লালবাজার সূত্রের খবর, রোজ গড়ে ৩০ থেকে ৩৫ জন পুলিশকর্মী আক্রান্ত হচ্ছেন । তাঁদের অনেকের শরীরে উপসর্গ দেখা যাচ্ছে । অনেকেই আবার উপসর্গহীন । মৃদু উপসর্গ থাকা পুলিশকর্মীদের রাখা হচ্ছে সেফ হোমে । তবে বেশি উপসর্গ থাকা পুলিশকর্মীদের ক্ষেত্রে কোনওরকম ঝুঁকি না নিয়ে ভরতি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে । ফলে রোজ আক্রান্ত এবং সুস্থতার অনুপাত প্রায় সমান হয়ে উঠেছে ।