দেশ

নারদ তদন্তে ফের বিজেপি নেতা মুকুল রায়কে নোটিস পাঠাল ইডি

নারদ তদন্তে বিজেপি নেতা মুকুল রায়কে নোটিস পাঠাল ইডি। সূত্রের খবর, আগামী সাত দিনের মধ্যে মুকুল রায়কে তাঁর ব্যাংক স্টেটমেন্ট-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে বলেছে ইডি। করোনা আবহে ফের নারদ তদন্ত নিয়ে তত্‍পরতা। মুকুল রায়কে নোটিস পাঠাল ইডি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। তবে বিজেপিতে যোগ দেওয়া ইস্তক সেভাবে রাজ্য রাজনীতির প্রথম সারিতে দেখা যায়নি তাঁকে। বরং দিলীপ-রাহুল-সায়ন্তনদের পিছনে ঢাকা পড়ে গিয়েছেন তিনি। এবিষয়ে মুখে কিছু না বললেও ঘনিষ্ট মহলে উষ্মা প্রকাশ করেছেন মুকুল। রাজ্য রাজনীতির আঙিনা ছেড়ে কেন্দ্রীয়ভাবে দলের হয়ে কাজ করতে বারবার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। কিন্তু মুকুলকে বড়সড় দায়িত্ব এখনও দেয়নি দল। গত কয়েকমাস ধরেই মুকুলকে নিয়ে জল্পনা গেরুয়া শিবিরে। এমনকী তাঁর সঙ্গে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সম্পর্ক ভালো নয় বলেও একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যদিও সেই জল্পনায় বারবার জল ঢেলেছেন মুকুল রায়, দিলীপ ঘোষরা। সম্প্রতি দিল্লিতে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক এড়িয়ে সোজা কলকাতা ফিরে আসেন মুকুল রায়। রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে থাকবেন না বলেই কলকাতায় তিনি ফিরে আসেন বলে জল্পনা ছড়ায়।