দেশ বিদেশ

এক ইঞ্চিও জমি ছাড়বে না চিন, ভারতের সঙ্গে বৈঠকের পর জানালো বিবৃতিতে

এক ইঞ্চিও জমি ছাড়বে না চিন, সাফ জানাল বিবৃতিতে। রাশিয়ায় বৈঠক হয়েছে রাজনাথ সিং ও চিনের প্রতিরক্ষামন্ত্রীর। আর তারপরই এই বিবৃতি দেওয়া হয়েছে। লাদাখ সীমান্তে উত্তেজনা বাড়ার জন্য ভারতই “পুরোপুরি” দায়ী। শনিবার এই কড়া বিবৃতি দিল চিন সরকার। শুক্রবারই মস্কোতে উচ্চ পর্যায়ের বৈঠকে মুখোমুখি হয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও চিনা প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেঙ্ঘি। এই বিবৃতিতে ভারতকে সতর্ক করে বলা হয়েছে, “তার এলাকার এক ইঞ্চিও” চিন হারাবে না। এবং চিনের বাহিনী “জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা” রক্ষায় “দৃঢ়প্রতিজ্ঞ, সক্ষম এবং আত্মবিশ্বাসী”।ভারত ও চিনের মধ্যে নতুন করে উত্তেজনার মাঝেই এই বিবৃতি দিয়েছে চিন। ভারত সরকারের বক্তব্য, পূর্ব লাদাখের নির্দিষ্ট কিছু এলাকায় স্থিতাবস্থার বদল ঘটাতে নতুন করে প্রয়াস চালাচ্ছে চিন। মে থেকে শুরু হওয়া সীমান্তে অচলাবস্থার মধ্যে এই প্রথম উচ্চস্তরীয় বৈঠকে মুখোমুখি হয়েছিলেন রাজনাথ ও চিনা প্রতিরক্ষা মন্ত্রী। বৈঠকের আগে রাজনাথ সিং বলেছিলেন, এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে বিশ্বাস, অনাগ্রাসন, মতপার্থক্যের শান্তিপূর্ণ সমাধান ও আন্তর্জাতিক আইন মেনে চলার আবহ দাবি করে।