কলকাতা

নিট পরীক্ষার্থীদের জন্য ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিট পরীক্ষার্থীদের কথা ভেবে ১২ সেপ্টেম্বরের লকডাউন প্রত্যাহার করল রাজ্য সরকার। বৃহস্পতিবার ট্যুইট করে এই সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী টুইট করে লিখেছেন, “১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে সার্বিক লকডাউন হবে, তা আগেই পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল। কিন্তু ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা রয়েছে। ছাত্রছাত্রীদের থেকে প্রচুর আবেদন এসেছে যাতে পরীক্ষার আগের দিন লকডাউন তুলে নেওয়া হয়। সেই আবেদন বিবেচনা করেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে ১১ সেপ্টেম্বর রাজ্য জুড়ে লকডাউন কার্যকর থাকবে।” পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানালেন তিনি। মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার আগের দিন লকডাউন হলে পরীক্ষার্থীদের অসুবিধা হবে। অনেকেই অন্য শহরে পরীক্ষা দিতে যান। তাই বহু পনুয়ারা মুখ্যমন্ত্রীকে শনিবার লকডাউন বাতিলের আবেদন করে। এবার তাঁদের ডাকেই সাড়া দিলেন মুখ্যমন্ত্রী। রবিবার পরীক্ষার্থীদের জন্য মেট্রোও চলবে। সকাল ১১টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত ৩৩ জোড়া ট্রেন চালানো হবে।