দেশ

৮৬১.‌৯ কোটি টাকা দর দেখিয়ে নয়া সংসদ ভবন তৈরির বরাত পেল টাটা গোষ্ঠী

নয়াদিল্লিঃ নয়া সংসদ ভবন তৈরি করতে ৮৬১.‌৯ কোটি টাকা দর দেখিয়ে বরাত পেল টাটা গোষ্ঠী। বুধবারই সেন্ট্রাল পাবলিক ডিপার্টমেন্ট দরপত্র খুলেছে। জানা গিয়েছে, আগামী এক বছরের মধ্যেই সম্পূর্ণ হবে নতুন সংসদ ভবন তৈরির কাজ। আধিকারিক সূত্রে খবর, বর্তমান সংসদ ভবনের ঠিক পাশেই প্লট নম্বর ১১৮-তে তৈরি হবে ত্রিভুজাকৃতির নতুন সংসদ ভবন। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল বর্তমান সংসদ ভবন। ১৯২১ সালে তৈরির কাজ শুরু হয়েছিল। সম্পূর্ণ হতে ছ’‌বছর লেগেছিল। টাটা গ্রুপ ছাড়াও দরপত্রে অংশ নিয়েছিল লার্সেন অ্যান্ড টুব্রো, আইটিডি সিমেন্টেশন ইন্ডিয়া লিমিটেড, এনসিসি লিমিটেড, সাপুরজি-পালনজি, উত্তরপ্রদেশ রাজকীয় নির্মাণ নিগম ও পিএসপি প্রজেক্টস-ঋ-এর মতো সংস্থা। টাটার পরেই পরেই ছিল লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানি। তারা ৮৬৫ কোটি টাকার দর দিয়েছিল।