আজ কলকাতা শহর জুড়ে পালিত হয়েছে ট্যাক্সি ধর্মঘট। ধর্মঘটের সমর্থনে এআইটিইউসি’র তরফে কলকাতার নির্মলচন্দ্র দে স্ট্রীট থেকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল। এই মিছিল যাবে ধর্মতলার পরিবহন দফতর পর্যন্ত। এই মিছিলে উপস্থিত রয়েছেন এ আই টি ইউ সির ন্যাশনাল সেক্রেটারি নওয়াল কিশোর শ্রীবাস্তব। তিনি জানিয়েছেন, তাঁদের মোট ৩টি দাবি রয়েছে রাজ্য সরকারের কাছে। প্রথমত ট্যাক্সি ভাড়া অবিলম্বে বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত সব ট্যাক্সি চালকদের স্বাস্থ্য বিমার আওতায় আনতে হবে। তৃতীয়তঃ করোনা পরিস্থিতিতে সব রকম সুবিধা দিতে হবে রাজ্য সরকারকে। গত জুন মাস থেকে তাঁরা এই দাবি জানিয়ে আসছেন বলে জানান শ্রীবাস্তব। তবে রাজ্য সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাঁর। তিনি বলেন, যদি অবিলম্বে রাজ্য সরকার তাঁদের দাবি না মানে তাহলে পুজোর পর তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। তিনি আরও জানান এরই মধ্যে ডিজেলের দাম অনেকবার বৃদ্ধি পেয়েছে। এই কঠিন পরিস্থিতিতে ট্যাক্সিচালকদের ট্যাক্সি চালাতে যথেষ্টই কষ্ট হচ্ছে। রাজ্য সরকারের পরিবহন সচিব ও পরিবহন মন্ত্রীকে বারবার চিঠি দিয়েও কোন লাভ হয়নি।