কোভিড-১৯-এর ভ্যাকসিন আগামী বছরের মধ্যে তৈরি হয়ে গেলেও তা আদৌ সব আপামর বিশ্ববাসীর কাছে পৌঁছবে কিনা সেপ্রশ্ন আগেই তুলেছিলেন বিশেষজ্ঞরা। এবার তার জের টেনেই সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া-র সিইও আদর পুনাওয়ালা ভারত সরকারকে প্রশ্ন করলেন, যদি আগামী বছরের মধ্যে ভ্যাকসিন তৈরি হয়েও যায়, তাহলেও তা কেনার মতো অর্থ আছে কিনা সরকারি কোষাগারে। শনিবার টুইটার পোস্টে আদর লিখেছেন, ‘ভারত সরকারের কি ৮০,০০০ কোটি টাকা থাকবে আগামী একবছরের মধ্যে? কারণ প্রত্যেক ভারতীয়ের জন্য প্রতিষেধক কিনতে গেলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওই টাকাটাই লাগবে। এটাই আগামী চ্যালেঞ্জ যা আমাদের নিতে হবে।’ তিনি কেন এধরনের প্রশ্ন করেছেন, তার ব্যাখ্যা হিসেবে আদর লিখেছেন, ভারতের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে পরিষেবা দেওয়ার জন্য দেশের মধ্যে এবং বিদেশে ভ্যাকসিন প্রস্তুতকারীদের নির্দেশিকা তৈরি করে দিতে হবে। যাতে ভারতে প্রতিষেধকের ব্যবহার এবং বণ্টন ব্যবস্থা সুষম থাকে।