দেশ

নির্বাচনের আগেই জোর ধাক্কা খেল বিজেপি, বিহারে একাই লড়বে এলজেপি

বিহার নির্বাচনে একাই লড়ার কথা জানিয়ে দিল রামবিলাস ও চিরাগ পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টি। যা বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে বড় ধাক্কা। কয়েকদিন ধরেই বিহারে একক শক্তিতে লড়ার হুঁশিয়ারি দিচ্ছিল এলজেপি। মূলত নীতীশ কুমারের জেডিইউ-এর সঙ্গে বিরোধিতার জেরেই এলজেপি এই সিদ্ধান্ত নিল বলে মনে করা হচ্ছে। কয়েকদিন আগেই বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করে নিজেদের অসন্তোষের কথা জানিয়ে এসেছিলেন রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ান। তাঁর দাবি ছিল, যত শিগগিরই সম্ভব আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে হবে। তা না হলে তাঁরা নিজেরাই একতরফা ভাবে প্রার্থী ঘোষণা করে দেবেন। এমন কি, নীতীশ কুমার সহ জেডিইউ প্রার্থীদের বিরুদ্ধেও এলজেপি প্রার্থী দেবে বলে হুমকি দিয়েছিলেন চিরাগ। এ দিনের দলের সংসদীয় কমিটির বৈঠকের পরই এনডিএ-এর বাইরে বেরিয়ে একক ভাবে নির্বাচনে লড়ার ঘোষণা করে এলজেপি।