রাজ্যের কোরোনা পরিস্থিতি ও পুজো নিয়ে নবান্ন থেকে সরাসরি সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, করোনা যাতে না ছড়ায় সে দিকে খেয়াল রেখে পুজো করুন। করোনা পরিস্থিতির জন্য ভিআইপি নিয়ে গিয়ে পুজো উদ্বোধন এড়িয়ে চলতে হবে ৷ এবারে স্থানীয়ভাবে পুজো উদ্বোধন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷করোনা আবহে ভার্চুয়ালি ১৫,১৬ ও ১৭ অক্টোবর পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন তিনি।এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘ স্থানীয়স্তরে পুজো উদ্বোধন করা যায় কিনা দেখুন। উত্তরপ্রদেশে পুজোর অনুমতি নেই। দিল্লির সিআর পার্ক ছাড়া আর কোনও অনুমতি নেই। তবে, বাংলায় পুজো হবে, কিন্তু সংক্রমণ আটকাতে হবে। তাই এই বছর ভার্চুয়ালে পুজো উদ্বোধন করার উদ্যোগ নিন। পুজোর সময় সবাই সতর্ক থাকুন। এইবার ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করব। ১৫ থেকে ১৬ অক্টোবর তিনদিন ধরে বিকেল পাঁচটায় ভার্চুয়ালি পুজোর উদ্বোধন। ১৫ অক্টোবর ভার্চুয়ালে উত্তর কলকাতার পুজো উদ্বোধন। ১৬ অক্টোবর ভার্চুয়ালে বেহালা,যাদবপুরের পুজো উদ্বোধন। ১৭অক্টোবর ভার্চুয়ালে দক্ষিণ কলকাতার পুজো উদ্বোধন’।