দেশ

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, ১০ হাজার টাকা অগ্রিম দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

৪ হাজার কোটি টাকা বরাদ্দ

উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১০ হাজার টাকা অগ্রিম দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । এর জন্য ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । আজ সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করলেন নির্মলা সীতারমন । এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, এটি একটি এককালীন ভাতা, এবং এর কোনও রকম সুদ থাকছে না। রুপে কার্ড হিসাবে এই ভাতা দেওয়া হবে। এবং ২০২১ সালের মার্চ মাসের ৩১ তারিখের আগে এই ভাতা খরচ করতেহবে বলেও জানিয়েছেন তিনি। এই গোটা প্রকল্পে খরচ হবে প্রায় ৪ হাজার কোটি টাকা। কেন্দ্রের এই ঘোষণা মূলত বাজারকে চাঙ্গা করার জন্যই। করোনা পরিস্থিতির পর বাজার ঝিমিয়ে পড়েছে। অর্থনীতির বেহাল দশা। সেই পরিস্থিতিতে ক্রেতার ক্ষমতা বৃদ্ধি করতে পারলেই একমাত্র বাজারের উন্নতি সম্ভব। সেই বিষয়টির দিকে মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের এই ঘোষণা বলে মনে করছে অর্থনৈতিক মহল।