বিদেশ থেকে আসা যাত্রীদের এবার বিমানবন্দরেই করোনা পরীক্ষা করানোর প্রস্তুতি শুরু হতে চলেছে বিমানবন্দরে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে সরাসরি কেউ কলকাতায় এলে তার কাছে কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। নাহলে তাকে শহরে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু এই নিয়মের কারনে যাত্রী-সংখ্যা কমে যাওয়ায়, যাত্রী-সংখ্যা বাড়ানোর স্বার্থে বিদেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে রাজ্যের যে নিয়ম রয়েছে, তা শিথিল করা হবে বলে গত ১৪ই অক্টোবর কেন্দ্রের বিমানসচিব প্রদীপ খারোলাকে চিঠি দিয়ে জানান রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।এরপর, রাজ্যের তরফে নিয়ম শিথিল করার কোনও লিখিত নির্দেশ বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে না পৌঁছালেও ইতিমধ্যেই, রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা বিমানবন্দর ঘুরে গিয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বিদেশ থেকে আসা যাত্রীদের এবার বিমানবন্দরেই করোনা পরীক্ষা করানোর প্রস্তুতি শুরু হতে চলেছে কলকাতা বিমানবন্দরে। যে সমস্ত যাত্রীর কাছে কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, কলকাতায় নামার পরে দেহরসের নমুনা দিতে হবে সেইসব যাত্রীদের। এরপর, বিমানবন্দরেই তাদের রিপোর্ট না আসা পর্যন্ত প্রায় আট থেকে নঘণ্টা অপেক্ষা করতে হবে। কোভিড পরীক্ষার ফল নেগেটিভ হলে তারা সরাসরি নিজেদের গন্তব্যে চলে যেতে পারবেন। কিন্তু তারপরও সংশ্লিষ্ট যাত্রীকে বাড়িতে গিয়ে ১৪ দিনের জন্য কোয়রান্টিনে থাকার পরামর্শ দেওয়া হবে। কোভিড রিপোর্ট পজিটিভ এলে উপসর্গ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে। পুরনো যে ডোমেস্টিক বিল্ডিং পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, সেটিকে এই কাজে ব্যবহার করা যায় বলে শুক্রবার জানান কলকাতা বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য। পাশাপাশি তিনি আরও জানান যে, যেসব যাত্রীরা দীর্ঘ পথ বিমানযাত্রা করে এসে আবার বিমানবন্দরে অত ক্ষণ অপেক্ষা করবেন, তাদের ন্যূনতম আরামের ব্যবস্থা করা প্রয়োজন।