পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য বিজেপি নেতাদের দাবির যৌক্তিকতা রয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অমিত শা বলেন, ‘রাজনৈতিক নেতা হিসাবে ওঁদের (বিজেপি নেতা) দাবি অযৌক্তিক নয়। বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ।’ তবে বাংলায় এখনই রাষ্ট্রপতি শাসন জারি করা হবে কি না, সেই প্রশ্নে কিছুটা সতর্কভাবে অমিত বলেন, ‘আমি তা এখনই বলছি না। আমি বলতে চাইছি রাষ্ট্রপতি শাসনের দাবিতে ভুল নেই।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনও রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপালের রিপোর্ট পাওয়ার পর সাংবিধানিক রীতি মনে তবেই রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।’ অমিত শার এই মন্তব্যের পর থেকেই জল্পনা শুরু হয়েছে। ২০২১ সালের রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্র রাষ্ট্রপতি শাসনের পথে হাঁটবে কি না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পরের বছর বাংলায় পরিবর্তন আসছে বলেও এদিন দাবি করেন অমিত শা।