মালদা

আর্সেনিকমুক্ত জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের

হক জাফর ইমাম, মালদাঃ গ্রামে আর্সেনিক মুক্ত জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদা কালিয়াচক ২ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের সাদিপুর এলাকার গ্রামবাসীরা। সোমবার সকালে সাদিপুর এলাকার পাঁচছয়টি পাড়ার প্রায় দেড় হাজার খানেক মহিলা আর্সেনিক মুক্ত জল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন । তারা রাজ্য সড়কের উপরে বিক্ষোভ দেখাতে থাকে। স্থানীয়দের দাবি এলাকায় ভূগর্ভে সবচেয়ে বেশি আর্সেনিকের মাত্রা রয়েছে। আর্সেনিক বিষ পান করে সাদিপুর এলাকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অথচ এই এলাকায় গত এক মাস থেকে পানীয় জল সঠিকভাবে সরবরাহ হচ্ছে না। এই অসহ্য গরমে আর্সেনিক মুক্ত পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন তারা ।বারবার বিষয়টি সরকারি দপ্তরে জানানো হলেও কোন ফল হচ্ছে না।সকাল সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা অবরোধ চলে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মোথাবাড়ি থানার পুলিশ বাহিনী। ঘটনাস্থলে গ্রামবাসীকে পুলিশ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেয় । পুলিশের হস্তক্ষেপে রাজ্য সড়ক অবরোধ উঠে যায়।