কলকাতা

পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে কৈলাস-মুকুল-অর্জুন, জল্পনা তুঙ্গে

রাজ্যে দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। ঘর গোছাতে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল। সে ঘাসফুল শিবির হোক, আর গেরুয়া শিবির। তাই পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে গিয়ে জনসংযোগ করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা। আর বঙ্গের এই রাগ সম্রাটের বাড়িতে হঠাৎ করে রাজ্য বিজেপি-র নেতাদের আগমনে শুরু হয়েছে জল্পনা। বুধবার রাজ্যে ২‌দিনের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখন তিনি দলীয় কর্মসূচির বাইরে রাজ্যের বিশিষ্ট কিছু মানুষদের সঙ্গে দেখা করবেন বলে সূত্রের খবর। সেই তালিকায় অজয় চক্রবর্তীকে রাখতেই এই উদ্যোগ কিনা তা আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে না। তবে শুধু সৌজন্য সাক্ষাৎ এটা নয় বলেই মনে করছেন রাজনৈতিক মহল।