কলকাতা

মুখ্যমন্ত্রীর সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে, তবে বিমল গুরুংকে নিয়ে কথাই হয়নিঃ বিনয় তামাং

কলকাতাঃ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারলেন মোর্চা নেতা বিনয় তামাং। জিটিএ নিয়ে বৈঠক শেষ করে তিনি বলেন, সদর্থক আলোচনা হয়েছে। বৈঠকে মুখ্যমন্ত্রী পাহাড়ে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন। সূত্রের খবর, বিনয় তামাংদের কাছে পাহাড়ে শান্তি বজায় রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিমল গুরুংকে নিয়ে কোনও আলোচনাই হয়নি। নবান্নে বৈঠকের পর এমনই দাবি করলেন জিটিএ প্রধান এবং গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং।তাঁর দাবি, শুধুমাত্র পাহাড়ের শান্তি কীভাবে বজায় রাখা যায়, তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। বিনয় তামাং ছাড়াও এ দিনের বৈঠকে হাজির ছিলেন অনীত থাপা। অন্যদিকে রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে হাজির ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। বৈঠকের শেষে অবশ্য বিনয় তামাং দাবি করেছেন, এ দিনের আলোচনা সদর্থক হয়েছে।এই পরিস্থিতিতে গুরুং এবং তামাংদের মিলিয়ে দিয়ে পাহাড়ে শান্তি ফেরানোর উদ্যোগ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাজনৈতিক মহলের একাংশ বলছে, ২০২১-র নির্বাচনের আগে পাহাড় সহ গোটা উত্তরবঙ্গ যাতে তৃণমূল বিরোধী না হয়ে ওঠে সেদিকে লক্ষ্য দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো ।