দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লকগেট ভাঙার পরে তিনদিনের মাথায় শুরু হয়েছে তা মেরামতির কাজ। তার ফলে জলের যোগান বন্ধ হয়ে গিয়েছে। আর তার ফলেই বিদ্যুত্ উত্পাদন বন্ধ হয়ে গেল দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএলে। তবে তার ফলে দুর্গাপুর শিল্পাঞ্চলে বিদ্যুত্ সরবরাহে কোনও সমস্যা হবে না বলেই জানানো হয়েছে ডিপিএলের তরফে। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের পাবলিক রিলেশন অফিসার স্বাগতা মিত্র জানিয়েছেন, ২০১৭ সালে দুর্গাপুর ব্যারেজে লকগেট ভাঙার পরেও বিদ্যুত্ উত্পাদন বন্ধ হয়নি। কিন্তু এবার সমস্যা দেখা দিয়েছে। শনিবার সকালে ভেঙেছিল ৩১ নম্বর লকগেট। তারপর থেকে ক্রমাগত জল বেরিয়ে যেতে থাকে। ফলে জলের যোগান বন্ধ হয়ে যায়। সোমবার পর্যন্ত ডিপিএলের ৭ নম্বর ইউনিট কোনও রকমে কাজ করলেও মঙ্গলবার থেকে বিদ্যুত্ পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্বাগতা মিত্র আরও জানিয়েছেন, এই ৭ নম্বর ইউনিট থেকে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হয়। কিন্তু মঙ্গলবার থেকে তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু দুর্গাপুর শিল্পাঞ্চলে ডাবলুবিএসইডিসিএল-এর তরফে বিদ্যুত্ সরবরাহ করা হয়। তাই বিদ্যুতের কোনও সমস্যা হবে না। যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুত্ উত্পাদন ফের শুরু করা যায় সেই চেষ্টা করা হচ্ছে।