বিনোদন

সিঙ্গাপুরে পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করলেন ঋতুপর্ণা

সিঙ্গাপুরে স্বামী ও সন্তানদের সঙ্গে এবারের জন্মদিন কাটালেন টলিউডের গ্ল্যামার কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। লকডাউনের আগেই স্বামী সঞ্জয় চক্রবর্তী, দুই সন্তান অঙ্কন ও ঋষণার সঙ্গে সময় কাটাতে সিঙ্গাপুর উড়ে গিয়েছিলেন অভিনেত্রী। জন্মদিনের দিন সকালে সিঙ্গাপুরের রামকৃষ্ণ মিশনে সেখানকার বয়েজ হোমে থাকা শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন বলে জানালেন অভিনেত্রী। পাশাপাশি, কলকাতার ‘বিশেষ চাহিদা সম্পন্ন বেশকিছু শিশু’র সঙ্গে ভার্চুয়াল কেক কেটেছেন বলেও জানান তিনি। করোনার কারণে দফায় দফায় পরিবার ও বন্ধুদের সঙ্গে সিঙ্গাপুরে জন্মদিন সেলিব্রেট করলেন ঋতুপর্ণা। ঋতুপর্ণা সেনগুপ্ত জানান, ”আসলে সবাই আমার জন্মদিন সেলিব্রেট করতে চান, একসঙ্গে জমায়েত তো করা যাবে না।  তাই এক এক দফায় সেলিব্রেশন হচ্ছে। আমার বন্ধুরা, সঞ্জয়ের (অভিনেত্রী স্বামী সঞ্জয় চক্রবর্তী) বন্ধুরা সকলেই এক একটি গ্রুপ করে আমার জন্য কেক নিয়ে এসেছেন। আর সঞ্জয় তো রয়েছেই। জন্মদিনে মাকে, শাশুড়ি মাকে পরিবারের অন্যান্যদের খুবই মিস করছি। আমার  টিমের যাঁরা রয়েছেন তাঁদেরও মিস করছি, শুধু কলকাতায় যেতে পারছি না, দেখা করতে পারছি না, সেটা খারাপ লাগছে।” জন্মদিন ৭ নভেম্বর হলেও আগের দিন থেকেই সিঙ্গাপুরের বাড়িতে শুরু হয়ে গিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিনের সেলিব্রেশন। ৯ নভেম্বর পর্যন্ত সেলিব্রেশন চলবে বলে নিজেই জানান অভিনেত্রী।