দেশ

ওড়িশার জেলে মারা গেলেন আইকোর চিটফান্ডের মালিক অনুকূল মাইতি

চিটফান্ড সংস্থা আইকোরের মালিক অনুকূল মাইতির মৃত্যু হল আচমকা। তবে ঠিক কীভাবে মারা গেছেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। বেআইনি অর্থলগ্নি সংস্থার মাধ্যমে কয়েক কোটি টাকা বাজার থেকে তোলার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ২০১৭ সালে সিবিআই গ্রেফতার করে তাঁকে। অনুকূল মাইতির সঙ্গেই গ্রেফতার করা হয় তাঁর স্ত্রী কণিকাকেও। ওড়িশার এক প্রতারিত লগ্নিকারীর অভিযোগের ভিত্তিতে মামলা করেছিল সিবিআই। তাই গ্রেফতারের পরে ওড়িশা নিয়ে যাওয়া হয় অনুকূলকে। সেই থেকে তাঁকে ভুবনেশ্বরের ঝারপড়া বিশেষ কারাগারেই রাখা হয়। গতকাল, শনিবার গভীর রাতে সেখানেই মারা গেছেন তিনি। জানা গেছে, জেলে থাকাকালীনই বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন অনুকূল। বছর পঞ্চাশের অনুকূলকে একাধিক বার হাসপাতালেও ভর্তি করতে হয়। তাঁর হাইপ্রেশার ও ডায়াবেটিস ছিল। অন্য কয়েকবারের মতোই শনিবার রাতেও তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।