কলকাতা

টেস্ট ছাড়াই মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকে বসার অনুমতি: মুখ্যমন্ত্রী

‌পুরনো টেট-উত্তীর্ণদের শীঘ্রই নিয়োগের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নতুন টেট পরীক্ষার আয়োজন করা হবে। বুধবার একগুচ্ছ ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, টেস্ট পরীক্ষা ছাড়াই মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে দেওয়া হবে। করোনা আবহে সব ওলটপালট হয়ে গেছে। সাধারণত নভেম্বরে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়ে থাকে রাজ্যে। ওই সময় উচ্চ-মাধ্যমিকেরও টেস্ট পরীক্ষা হয়। কিন্তু অতিমারী আবহে পড়ুয়ারা ক্লাসই করতে পারেনি। আগামী বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের মাত্র আড়াই মাস ক্লাস হয়েছে। উচ্চ-মাধ্যমিকের পরীক্ষার্থীদের তো একটাও ক্লাস হয়নি। সেই কারণেই প্রায় ১৮ লক্ষ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পড়ুয়াকে টেস্ট ছাড়াই পরীক্ষায় বসার অনুমতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে ফেব্রুয়ারিতে মাধ্যমিক কিংবা মার্চে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা কি সময় মতো করা সম্ভব, সে বিষয়ে এখনও কিছু জানায়নি রাজ্য সরকার। সিলেবাস কি একই থাকবে নাকি কিছু কাঁটছাঁট হবে পড়ুয়াদের স্বার্থে, তা এখনও আলোচনা স্তরে।