দেশ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৮ লক্ষ ১৪ হাজার ৫৭৯, মৃত ১ লক্ষ ২৯ হাজার ৬৩৫, সুস্থ ৮২ লক্ষ ৫ হাজার ৭২৮

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪১ হাজার ১০০ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮৮ লক্ষ ১৪ হাজার ৫৭৯ জন। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪৪৭ জনের। সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ১ লক্ষ ২৯ হাজার ৬৩৫ জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ লক্ষ ৭৯ হাজার ২১৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজার ১৫৬। মোট সুস্থ হয়েছেন ৮২ লক্ষ ৫ হাজার ৭২৮ জন।