আগামী ১ জানুয়ারি থেকে বাধ্যতামূলক হচ্ছে ফাস্ট্যাগ।ধাপে ধাপে টোল আদায়ের সমস্ত পরিষেবা ক্যাশলেস করতে চায়, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। আর সেই লক্ষ্যেই নতুন বছরের গোড়া থেকেই চালু হতে চলেছে ফাস্ট্যাগ পদ্ধতি। দেশের ৮০ শতাংশ টোল প্লাজাতেই ফাস্ট্যাগের সুবিধা রয়েছে। ডিসেম্বরের মধ্যে যা ১০০ শতাংশ করার চেষ্টায় রয়েছে কেন্দ্রীয় সরকার বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই, ২০১৭ সালের ১ ডিসেম্বরের আগে কেনা সমস্ত পুরনো গাড়িতেই ফাসট্যাগ বাধ্যতামূলক করার একটি খসড়ার বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং জাতীয় সড়কমন্ত্রক। একই সঙ্গে তৃতীয়পক্ষের গাড়ি বিমার ক্ষেত্রেও ফাসট্যাগ বাধ্যতামূলক করার কথা জানানো হয়েছিল ওই খসড়ার বিজ্ঞপ্তিতে। এবার, সেই মর্মেই বাধ্যবাধকতা মেনে চলার নির্দেশিকা জারি করল মন্ত্রক।