বিনোদন

সৌমিত্র চট্টোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে অনুরাগীদের ঢল

আজ বিকেলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ নিয়ে আসা হয় রবীন্দ্র সদনে। শেষ শ্রদ্ধা জানানোর জন্য সেখানে দুঘণ্টা শায়িত থাকবে তাঁর দেহ। কোভিড বিধি মেনে রবীন্দ্র সদনেই তাদের প্রিয় ফেলুদাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন তাঁর অসংখ্য অনুরাগী এবং গুণগ্রাহী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে কান্নায় ভেঙে পড়ে তাঁর দীর্ঘদিনের সহকর্মী অপর্ণা সেন বলেন, ‘‌কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। রবিদা চলে গেলেন, মানিকদা চলে গেলেন। শুভেন্দু চলে গেল। সৌমিত্রও চলে গেল। অভিভাবককে হারালাম।’‌ তাঁর প্রথম ছবি ‘‌অপুর সংসার’‌-এর নায়ক। সৌমিত্রের কথা বলতে গিয়ে ফোনেই গলা ধরে এল শর্মিলা ঠাকুরের। বললেন, ‘‌দুঃখের দিন, কাছের মানুষকে হারালাম।’‌ বিকেল ৫.‌৩০ মিনিট নাগাদ শোকমিছিল রওনা দেবে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে। সেখানে সন্ধ্যা ৬.‌১৫ মিনিট নাগাদ গান স্যালুটের পর শেষকৃত্য। বেলভিউ নার্সিংহোম থেকে মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় গল্ফ গ্রিনে সৌমিত্র বাড়িতে। সেখানে তাঁর পরিবার এবং আত্মীয়রা শেষ শ্রদ্ধা জানান। তারপর নিয়ে যাওয়া হয় টেকনিশিয়ান্স স্টুডিওতে। সেখানে টলিউডের শিল্পীরা এবং কলাকুশলীরা শেষ বিদায় দেন তাঁদের প্রিয় নায়ককে। তারপর মরদেহ নিয়ে শোকমিছিল পৌঁছয় রবীন্দ্র সদন। ‌